
“পার হয়ে যায় গরু
পার হয় গাধা
আমি একা তীরে আছি
হাত পা বাঁধা।..”
তবু আমি ভালোবাসি বাংলাদেশ,
ভালোবাসি বাংলা,
ভালোবাসি কবিতা, জীবন, স্বপ্ন, সত্য ও সুন্দর যা কিছু সব…
ভালোবাসি খুব বৃষ্টির শব্দ, পাখি, সকালের রোদ
শিশুর মায়ায়ী হাসি, ফুল কৃষকের মুখ
আর সবুজ ধানক্ষেতের আল বেয়ে হেঁটে যাওয়া বাংলার নারী..
আর ভালোবাসি তাদের, যারা ভালোবাসে আমাকে আর
আমার স্বপ্নকে…
—-
আমি, হ্যাঁ আমি। আমি ইমন রেজা।
নিজের সম্পর্কে যতটুকু জানি তাতে বলা যায় যে, আমি আসলে সাটামাটা আর অন্তর্মূখী স্বভাবের একজন মানুষ। কবিতা ভীষণ ভালোবসি। ভালোবাসি গান, যে কোনো বাঙলা গান। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আর লালনের গান আমার বিশেষ পছন্দের।
একসময় আড্ডাবাজি খুব পছন্দ করতাম। এমনও সময় গেছে প্রায় সারাদিন আড্ডা মেরে কাটিয়ে দিয়েছি। ইদানিং আর আড্ডাবাজি তেমন ভালো লাগছে না। প্রায় সারাক্ষণ বাসায়ই থাকি এখন। এখন আমার সময় কাটে বই আর কম্পুটার নিয়ে। কম্পুটারে বসে বসে যা খুশি তা-ই করে বেড়াচ্ছি।
ইদানিং আমার পড়ার বিষয় Wikipedia’র তথ্যাবলী। জিনিসটা আসলেই জটিল। পৃথিবীকে জানার কি আসলে শেষ আছে? না শেষ নেই। সুতরাং পৃথিবীকে এবং নিজেকে জানার চেষ্টা’টাই করে যাচ্ছি সারা জীবন ধরে…
খুব সুন্দর হয়েছে। নবযুগে কবি এবং কবিতার অভাব পড়েছে। স্বাগতম।
আশা করি এখন থেকে নিয়মিত আমাদেরকে কবিতা উপহার দিবেন।
ধন্যবাদ। কিন্তু বিনয়ের সাথে বলছি, বাংলাদেশ কবি ও কবিতার দেশ। এদেশে কখনো কবির অভাব পড়েনি, কবিতার তো নয়ই।
তবু, দুঃখ আর পরিতাপের ব্যপার এই যে, এখানে এদেশে কাব্যহীন ব্যপার স্যপারই ঘটে বেশি। দেশে কবিও বেশি, কবিতারও অভাব নেই, তবু যেনো আমাদের জীবনগুলো কঠিন প্রবন্ধের মতো কর্কশ..
চেষ্টা করবো। যদিও আমি কবি নই, যদিও আমি জানিনা কবিতা কী করে লিখতে হয়..তবু..
কবি হয়ে কেউ জন্মায় না। চেষ্টা করে কবি হতে হয়।
হুম একদম খাঁটি কথা। খুবই খাঁটি। চেষ্টা করবো কথা দিচ্ছি..