Avatar

শুয়ে শুয়ে ভাবি আমি একদিন ক্ষয়ে যাবে আমাদের মানবিক খোলস

এইযে সুন্দর চেহারা নারীর রূপ পুরুষের পৌরুষ সকলই যে নিতান্তই হাড়ের কাঠামো

হাড় থেকে মাংসপিণ্ড খসে পড়ে কেচো আর পোকার খাদ্য হবে একদিন

গলিত চোখের মণি ভেদ করে বেরিয়ে আসবে অজানা এক আর্থ্রোপোডা বায়োলজি বইয়ে যার কথা কোনোদিন পড়িনি

আমি আজ নিশ্চিন্তে মহাকাশের তলে শুয়ে এসব কথা ভাবছি

মৃত্যুর পর নাকি আর কিছু নেই, হকিং বলেছেন 

আমি মরে যাবো হয়তো কাল হয়তো পঞ্চাশ বছর পর

শুয়ে শুয়ে ডাইনেসোরের কথা ভাবি

মিলিয়ন মিলিয়ন বছর আগে তারা ছিল এই ভূখন্ডের সম্রাট

ডাইনোসরেরা কি ভেবেছিল একদিন তারা বিলুপ্ত হবে

নাকি ডাইনেসোরেরা তাদের মহিলাদের সাথে রাগ করে বিলুপ্ত হয়ে গেল

আজ ডাইনেসোরের হাড়ের বীক্ষণে আমরা ইতিহাস খুঁজি

অনেক অনেক মিলিয়ন বছরের পর অক্সিজেনহীন বায়ুমন্ডলে 

একদিন আমাদের হাড় থেকে কেউ খুঁজবে আজকের ইতিহাস 

আমাদের বাসভূমি একদিন অন্যকারো হবে

আমার হাড় হাড্ডিসার মিউজিয়ামে পরে থাকবে অথবা থাকবে না

অথবা বিশ্লিষ্ট হয়ে যাবো অণু পরমাণু নিউট্রন প্রোটনে জৈবিক চরিত্র হারিয়ে

আমাদের মানবিক প্রেম প্রীতি সভ্যতা সংস্কৃতি কিছুই আর অবশিষ্ট থাকবে না তখন

ভবিষ্যতের প্রাণিরা আমার দেহের অণু পরমাণুতে পুষ্ট হোক আর বংশবিস্তার করুক

0 Shares

স্টিফেন চোও এর ব্লগ   ১৭ বার পঠিত