আপনার লিখতে যাতে সুবিধা হয় সে জন্য আপনি নিচের টুলবারের বিভিন্ন টুল এর বর্ণনা টা পড়ে নিতে পারেন।
লেখাকে বোল্ড করার জন্য আগে লেখাটি সিলেক্ট করুন এবং তারপর এটি ব্যবহার করতে হবে।
যেকোন লেখাকে এর মাধ্যমে করবেন ইটালিক।
লেখায় যদি কোন ভুল হয় তবে এর মাধ্যমে আপনি তা ডিলেট না করে মাঝ বরাবর একটি আচ্ছাদন দিতে পারেন। যেমন: ABC
এর মাধ্যমে আপনি লেখায় বুলেট ব্যবহার করতে পারেন।
এর মাধ্যমে লেখাকে নাম্বারিং করতে পারেন।
সাধারণত এর মাধ্যমে আপনি কোটেশন ব্যবহার করতে পারবেন।
এর মাধ্যমে আপনি আপনার লেখাকে বামে, মাঝে ও ডানে সাজাতে পারেন।
ব্লগিং এ এইটা খুবই গুরুত্বপূর্ণ। কোন লেখাকে সিলেক্ট করে এর মাধ্যমে আপনি লিংক যুক্ত করতে পারেন। যেমন: আপনি লিখবেন DOWNLOAD এর পর তা সিলেক্ট করে এর মাধ্যমে আপনার ডাউনলোড লিংকটি বসিয়ে দিন। এতে যে কেউ আপনার লিখিত ওই DOWNLOAD লেখার উপর ক্লিক করে ডাউনলোড শুরু করতে পারবে।
এর মাধ্যমে যদি কোন লিংক থাকে তবে তা বাদ দিতে পারবেন।
এটি দিয়ে আপনি রুলের কাজ করতে পারবেন।
এর মাধ্যমে আপনি বানান চেক করতে পারবেন।
এর মাধ্যমে ফুলস্ক্রিন মুডে লিখতে পারবেন।
এর দ্বারা আপনি এক্সট্রা কিছু টুল আড়াল বা দৃশ্যমান করতে পারবেন।
এর দ্বারা আপনি লেখার স্টাইল পরিবর্তন করতে পারবেন। লেখা সিলেক্ট করে এর ড্রপডাউন মেনু হতে Heading 3 বা Heading 2 সিলেক্ট করতে হবে।
এর দ্বারা আন্ডারলাইন করবেন।
সিলেক্ট করা লেখাকে যদি কোন কালার/Color দিতে চান তবে এটি ব্যবহার করুন।
এর মাধ্যমে আপনি জটিলতা ছাড়াই টেক্সট লিখতে পারবেন।
এর মাধ্যমে আপনি লিখাটি ওয়ার্ড স্টাইলে লিখতে পারবেন।
এর মাধ্যমে আপনি লিখার বিন্যাস (ফরমেট) পরিবর্তন করতে পারবেন।
এটি দিয়ে আপনি আপনার লিখাকে স্টাইল দিতে পারেন।
এটি দিয়ে লিখার ইনডেন্ট পরিবর্তন করা হয়। মানে হল এর মাধ্যমে সিলেক্টেড লিখাকে ডানে বা বামে সরানো হয়।
এর মাধ্যমে লিখা আগের অবস্থায় বা নতুন অবস্থায় ফিরিয়ে নেয়া হয়।
এর পর আমরা আরেকটি প্যানেল সম্পর্কে জানবো। তা হলো Publish প্যানেল। এর কাজ সাধারণত আমরা সবাই কিছুটা হলেও জানি। এটি আপাতত ডান দিকের উপরের অংশে পাওয়া যাবে।
আপনি যদি Pending Review দিয়ে রাখেন তাহলে আপনার লেখাটি প্রকাশ হবে না তাই আপনার লেখাটি প্রকাশ করতে হলে খসড়া/Draft দিয়ে লেখতে হবে ।
ক্যাটাগরি আপনার পোস্টের ক্ষেত্রে অন্তত্য গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করেন তবে আপনার লেখাটি প্রথম পেজে দেখা যাবে না। আপনি যে বিষয়ের উপর লেখবেন আপনি সেই ক্যাটাগরি নির্বাচন করবেন।
ট্যাগ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ট্যাগ নির্বাচন করার কারণ হচ্ছে আপনি একটি লেখা লিখার পর যদি আপনি ওইলেখাটি ট্যাগ না করেন তবে ওই লেখাটি সার্চ দিয়ে পেতে কষ্টকর হবে। আর আপনি যদি সঠিকভাবে ট্যাগ করেন তাহলে সার্চ দেয়ার সাথে সাথে আপনার লেখাটি পাওয়া যাবে। ট্যাগ নির্বাচন করবেন কীভাবে? আপনি যে বিষয়টির উপর লেখবেন আপনি ওই বিষয়টির উপর ট্যাগ করবেন। যেমন, আপনি যদি পিসি টিপস জাতীয় কোন পোস্ট লিখেন তবে আপনার ট্যাগ হবে PC tips and tricks. তাহলে এখন থেকে নিশ্চয় আপনার সঠিক ট্যাগ ব্যবহার করবেন।
ই-মেইলে যোগাযোগ করুন