চেতনার পরিবর্তন সমাজ পরিবর্তনের চাবিকাঠি। ‘নবযুগ ব্লগ’ প্রগতিশীল সমাজ পরিবর্তনের নিমিত্তে বাঙালি জাতীয় চেতনা পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠিত। ‘নবযুগ’ মনে করে যে, সকল চিন্তাধারার মানুষ নিয়েই সমাজ এবং দীর্ঘমেয়াদি সমাজ পরিবর্তনের জন্য সকলকে, অন্তত সংখ্যাগরিষ্ঠকে, সঙ্গে নিয়ে এগুতে হবে। এবং সকলকে কিংবা সংখ্যাগরিষ্ঠকে এক মঞ্চে আনয়নের উপায় হচ্ছে সকল মতামতকে ধৈর্য সহকারে বিবেচনা করা এবং যুক্তিতর্কের মাধ্যমে তা গ্রহণ বা প্রত্যাখ্যান করা।
‘নবযুগ ব্লগ’ বাঙালি জাতীয় জীবনের সকল ক্ষেত্রের সকল মতামত যাচাই-বাছাইয়ের একটি আলোচনামঞ্চ প্রতিষ্ঠা করতে চায়।
ই-মেইলে যোগাযোগ করুন