১৩৩ বার পঠিত
নিশ্ছিদ্র আকাশে ছাইয়ের মেঘ,
রক্তের রঙে লাল সূর্য ডুবে যায় প্রতিদিন।
পাখিরা হারিয়েছে দিশা-
ডানার বদলে তারা বহন করে শোক।আর কত রক্ত চাই?
মাটির বুকেও জেগে ওঠে হাহাকার,
শিশিরের বদলে ঝরে রক্তফোঁটা,
ঘাসের ডগায় রৌদ্র নয়, পুঞ্জীভূত কান্না।তুমি কত বছরের তৃষ্ণার্ত?
নদী শুকিয়ে গেছে, তবুও তৃপ্তি আসেনি তোমার,
জলের বদলে চাও অশ্রু-
চোখের ভাষা বোঝো না, বোঝো কেবল আর্তনাদ।আর কত লাশের গন্ধ চাই?
বাতাসেও কেবল মৃতপ্রায় গল্প,
নিঃশব্দের বুকেও বাজে ক্রন্দন,
যেমন বাজে নির্জন রাতের কুয়াশায় চাপা চিৎকার।তোমার পিপাসা কি চিরন্তন?
নাকি তুমি হারিয়েছো দিগন্ত,
একটানা মৃত্যু দেখে
নিজেকেই ভুলে গেছো জীবন্ত?পৃথিবী আর কাঁদতে চায় না,
তবুও তাকে কাঁদাও,
যেন কাঁদানোই তোমার আরাধনা
তুমি কি দেবতা, নাকি নিছক এক দুর্বিনীত শূন্যতা?
ই-মেইলে যোগাযোগ করুন