এতো বললাম বলাৎকারের কথা (মানে জোর করে কোন পুরুষকে যৌন নির্যাতন)। অার সমকামিতাতো এই ধরনের কাওমী মাদ্রাসাগুলোর নিত্যকার ঘটনা। প্রতিটা রুমে রাত্রে ছেলে-ছেলে মিলে সমকামিতা করতো অার ফজর নামাজের অাগে গোসল করার ধুম পড়ে যেতো। ওইসময় ছাত্র ও হুজুররা বিষয়টিকে কোন পাপকর্ম মনে করতেন না। যদি কাওমী মাদ্রাসার ছাত্রদের মাঝে জরিপ করা হয় তাহলে দেখবেন, প্রতিটা ছাত্রই হয় সমকামিতা চর্চা করেছে, অথবা বলাৎকারের শিকার হয়েছে।
সম্পূর্ণ পোস্ট পড়ুন২২৪১ বার পঠিত
