আকাশ মালিক কিছুদিন যাবত তাঁর গবেষণার ফল ‘হিন্দুধর্মের ইতিবৃত্ত’ নামে লম্বা সিরিজে প্রকাশ করছিলেন। আকাশ মালিক একজন বিখ্যাত ধর্ম-গবেষক, তাই তাঁর লেখায় বেশ কিছু অংশ বোধগম্য না হলেও আশায় ছিলাম যে আগামী পর্বগুলিতে সম্ভবত তিনি সেই সমস্যাগুলির সমাধান দিতে পারবেন। সম্প্রতি তাঁর সিরিজটি সমাপ্ত হওয়ায় সে সম্ভাবনা আর থাকছে না। তাই ঐ লেখাটি বিষয়ে আমার মনে যেসব সংশয়ের উদয় হয়েছে সেগুলি জনসমক্ষে পেশ করছি। আশা রাখি পন্ডিত ব্যক্তিরা সমবেতভাবে সেগুলির সমাধান করে দেবেন।
সম্পূর্ণ পোস্ট পড়ুন৭০৯ বার পঠিত