২৪১৮ বার পঠিত
প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে তাদের ভাষা সংস্কৃতি অতি আদরের, অতি প্রাণপ্রিয়। কিন্তু অধিকাংশ রাষ্ট্রেই বৃহত্তর এবং ক্ষমতাশালী গোষ্ঠী তাদের ভাষা সংস্কৃতি, আইন কানুন, অর্থনৈতিক শক্তি ক্ষুদ্রতর জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দিতে চায়। ফলে ক্ষোভের সৃষ্টি এবং প্রতিবাদ দানা বাধে। এই প্রতিবাদকে রাষ্ট্র যখন ক্রমাগত উপেক্ষা করতে থাকে, তখন আসে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রচেষ্টা।
এই প্রচেষ্টাকে প্রবল প্রত্যাঘাত করে রাষ্ট্র যখন পুরো জনগোষ্ঠীর ওপর অত্যাচার নামিয়ে আনে, সৃষ্টি হয় শরণার্থী সমস্যা।
এই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছিলাম ফেসবুক লাইভে। সেটাই নবযুগ ব্লগে পডকাস্ট বিভাগে পরীক্ষামূলকভাবে আজ পোস্ট করলাম। আগামীতে এই পডকাস্টগগুলো কীভাবে আরও আধুনিক ও ভালো করা যায় সেই প্রচেষ্টাও করবো। আশাকরি সাথে থাকবেন।
সাউন্ডক্লাউডে অডিও শুনুন এখানে:
ইউটিউবে দেখুন এখানে (আসছে…) :
ই-মেইলে যোগাযোগ করুন