ইসলামের জন্য যে দেশ স্বাধীন করা হয়েছিল, সে দেশে একটি অতীব সুখকর ঘটনা ঘটে গেছে। সম্প্রতি একজন হিন্দু বালকের ইসলাম গ্রহনের ‘লাইভ’ দৃশ্য টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে।
‘ডন’ পত্রিকার সম্পাদকীয়তে ঘটনাটির কঠোর সমালোচনা করা হয়েছে, যা অবশ্যই ধর্মোন্মাদদের কাছে একটি কঠিন বার্তা। এটা ভাবতে কিছুটা ভাল লাগে যে পাকিস্তানের মতো মৌলবাদী ইসলামী দেশে একটি পত্রিকা সৎ সাহস রাখতে পারছে।
পাকিস্তানে হিন্দু এবং খ্রিষ্টানের আনুপাতিক হার খুবই কম, তা সত্ত্বেও দেশভাগের সময় ঘটে যাওয়া উন্মত্ততা এখনো ভুলতে পারছে না মুমীন মুসলমানের আস্তাকুড় পাকিস্তান। নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে সব সংখ্যালঘুই এখন প্রায় পাকিস্তান ছাড়া, তারফলে অত্যাচারের সহজ টার্গেট হারিয়ে পকিরা শিয়া সুন্নী কাদিয়ানী নিয়ে লড়ালড়িতে ব্যাপ্ত। যে হাতেগোনা কয়েকঘর সংখ্যালঘু আছে, তাদের নিপীড়ন এখন হয়ে উঠেছে চ্যানেলে প্রদর্শনের মতোই মুখরোচক। এই ঘটনা যদি কোন অমুসলিম দেশে ঘটে, তখন নিশ্চিতভাবেই ধর্মানুভুতির ককটেল ফেটে কিছু নিরীহ লোক আহত নিহত হবে
যে ধর্ম প্রতিনিয়ত অন্যকে অসম্মান করে বেঁচে থাকছে, সে ধর্ম কিভাবে শ্রদ্ধা আশা করে?
পাকিস্তানে এখনো ২.৫ % হিন্দু রয়ে গেছে এবং তারা নিয়মিতই এ ধরনের অত্যাচারের সম্মুখীন হচ্ছে। প্রকোপটা বেশি পড়ে হিন্দু মেয়েদের দিকে। প্রায়শই তাদের নানা কৌশলে ধর্মান্তরিত করা হচ্ছে। অপরদিকে কাশ্মীরে একজন খ্রীস্টান যাজককে পুলিশ গ্রেপ্তার করেছে মুসলিমদের কনভার্ট করানোর চেষ্টা করায়। আমি নিশ্চিত এটা অণ্য যে কোনো মুসলিম অধ্যুসিত এলাকায় ঘটলে ফলাফল ভাল হবে না।
জুলাই ২৭, ২০১২; ৭:২১ পূর্বাহ্ন
অরিজিনাল পোস্ট ডন সুনীল কনভার্সন
জুলাই ২৭, ২০১২; ১২:১০ অপরাহ্ন
দূর্বলের উপর তলোয়ারের তলায় ইসলাম চাপিয়ে দেওয়া ত নবিজির কাছ থেকে শেখা।
তাই পাকিস্তনি মোল্লাদের কর্মকাণ্ডে মোতেই আশ্চর্য হচ্ছি না। এরা যে নবিজীকেই অনুসরণ করছে।
শক্তের ভক্ত নরমের যম–এই-ই ইসলামের ভাষা।
জুলাই ২৭, ২০১২; ৮:৫৫ অপরাহ্ন
পাকিস্তানের উদার মুসলিম মহল খুবই উদার ও সাহসী এবং তারাই দেশটির ভবিষ্যত।
অপর মেরুর পথভ্রষ্ট তালেবানী টাইপ মুসলমানরাই সকল নষ্টের গোড়া। তারা চরম মুর্খ ও বেপরোয়া।
দেখুন না পারভেজ হুদভয়ের মত লেখকরা কিভাবে তালেবানদের নিন্দা করে যাচ্ছে, যা নিশ্চিত মৃত্যুর দাওয়াত মাত্র।
জুলাই ২৭, ২০১২; ১০:২০ অপরাহ্ন
পাকিস্তানে এখনো ২.৫ % হিন্দু রয়ে গেছে এবং তারা নিয়মিতই এ ধরনের অত্যাচারের সম্মুখীন হচ্ছে। প্রকোপটা বেশি পড়ে হিন্দু মেয়েদের দিকে। প্রায়শই তাদের নানা কৌশলে ধর্মান্তরিত করা হচ্ছে। অপরদিকে কাশ্মীরে একজন খ্রীস্টান যাজককে পুলিশ গ্রেপ্তার করেছে মুসলিমদের কনভার্ট করানোর চেষ্টা করায়। আমি নিশ্চিত এটা অণ্য যে কোনো মুসলিম অধ্যুসিত এলাকায় ঘটলে ফলাফল ভাল হবে না।
জুলাই ২৯, ২০১২; ৪:৩৫ পূর্বাহ্ন
ছেলেটির জন্য খুব ভালো লাগছে। সে তো এখন পাকিস্থানে সেলেব্রেটি পর্যায়ে উন্নিত হয়েছে।