০
১৫৪৬ বার পঠিত
কুরানে রয়েছে হাজারো অসংগতি। আমি এর মাত্র কয়েকটি উল্লেখ করছি।
৩:৭৮ কিছু ইহুদি ও খিষ্টান আল্লাহর লেখাকে বিকৃত করেছে ও তা আল্লাহর লেখা বলে চালিয়ে দিয়েছে।
অসংগতি: ৬:৩৪ ও ৬:১১৫ বলছে: কেও আল্লাহর বানীকে পরিবর্বন করতে পারবে না।
৩:৯৭ মক্কা হল ইব্রাহিমের অবস্হান।সামর্থ্য থাকলে হজ্জ কর। আল্লাহ তার কোন সৃষ্ট্যের কাছে মুখাপেক্ষী নন।
অসংগতি: ২:২১ তে আল্লাহ বলছেনঃ তিনি চান মানুষ তার ইবাদত করুক।
৩:১২৫ বদর এ আল্লাহ ৫০০০ ফেরেশতা দিয়ে যুদ্ধ করান।
অসংগতি: ৮:৯ তে আল্লাহ বলছেনঃ বদর এ আল্লাহ ১০০০ ফেরেশতা দিয়ে মুসলিমদের সাহায্য করেছিলেন।
৪:৫ অল্প বয়স্ক এতিমদের সম্পত্তির দেখাশোনা কর এবং তাদের সম্পত্তি তাদেরকে হস্তান্তর কোরনা যতক্ষন না পর্যন্ত তারা বয়স্ক হয়। (যতক্ষন না পর্যন্ত বিয়ের উপযুক্ত হয়।)
অসংগতি: ৬৫:৪৫ তে আল্লাহ বলছেনঃ নাবালিকা মেয়েকে বিয়ে করা যায়।
৪:১৫ যদি কোন মহিলা জেনা করে, তাহলে তাকে ঘরে বন্দি করে রাখ, যে পর্যন্ত না তার মৃতু হয়।একজন মহিলার নির্দোষতা প্রমানের জন্য চারজন ইমানদার পুরুষ সাক্ষীর প্রয়োজন।
অসংগতি: ২৪:৪২ তে আল্লাহ নির্দেশ দেন জেনাকারী নারী ও পুরূষ উভয়কেই ১০০ দোররা মারার।
৪:৪৮ আল্লাহ শিরক ছাড়া যেকোন গোনাহকেই ক্ষমা করেন।
অসংগতি: ৪:১৫৩ আল্লাহ মূছার লোকজনের শিরক ক্ষমা করেছিলেন।
৯:১১৬, ১৭:১১১, ৩২:৪, ৪২:৪৮ এ আল্লাহ বলেনঃ আল্লাহ হল একমাত্র রক্ষাকারী ও সাহায্যকারী।
অসংগতি: ৪১:৩১, ৩২ বলছেঃ ফেরেশতারা ইহকালে ও পরকালে আমাদের রক্ষাকারী।
অসংগতি: ৫:৫৫ বলছেঃ আল্লাহর রাসূল আমাদের রক্ষাকারী।
৪:১২০, ৩৮:৪১ এ আল্লাহ বলেনঃ খারাপ ঘটনা শয়তানের কাছ থেকে।
অসংগতি: ৪:৭৯ বলছেঃ খারাপ ঘটনা আমাদের কাছ থেকে।
৪:১৫৭ ঈসা ক্রুশবিদ্ধ হননি। তিনি মারা যাননি।
অসংগতি: ৩:১৪৪ মুহাম্মদের পূর্বের সকল নবীই মারা গেছেন।
২১:৫৮ আল্লাহর পাশাপাশি মানুষ যা উপাসনা করে, সেই সবকিছুই দোজখের আগুনে পূরবে।
অসংগতি: খীষ্টানরা ঈসাকে উপাসনা করে। কাজেই ঈসা দোজখের আগুনে পুরবে।
৬:১৪ বলছে যে, মুহাম্মদ হল প্রথম মুসলীম।
অসংগতি: ২:৩৭ বলছে যে, আদম ছিল প্রথম মুসলীম।
অসংগতি: ২:১৩১ বলছে যে, ইব্রাহিম ছিল প্রথম মুসলীম।
অসংগতি: ২:১৩১ বলছে যে, মুছা ছিল প্রথম মুসলীম।
১৯:৬৭ আল্লাহ মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন।
অসংগতি: ৫২:৩৫ মানূষ শূন্য থেকে সৃষ্টি হয়নি।
অসংগতি: ৩:৫৭ আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন।
অসংগতি: ২১:৩০ আল্লাহ সকল জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন।
ই-মেইলে যোগাযোগ করুন