জহির রায়হান হত্যায় আওয়ামী লীগের দায়

2 মতামত পাওয়া গেছে

জহির রায়হানের মতো একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্বাধীনতার পর নিখোঁজ হয়েছে এটা নিয়ে চিৎকার চেঁচামেচি হওয়াটাই স্বাভাবিক। জহির রায়হান তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিখোঁজ হন। সম্ভবত তাকে হত্যা করা হয়েছিল। সুতরাং তার হত্যাকারীদের বিচারের দাবিতে তার আত্মীয়-স্বজন সোচ্চার হতেই পারেন। কিন্তু শেখ মুজিব কেন জহির রায়হানের বড় বোনকে ডেকে নিয়ে নিখোঁজ করে ফেলার হুমকি দিলেন! কি রহস্য ছিল এর পেছনে? তাহলে কি বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে শেখ মুজিব এমন কিছু জানতেন, যা প্রকাশ পেলে তার নিজের কিংবা আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হতো? আর কেনইবা তড়িঘড়ি করে জহির রায়হানের তথাকথিত হত্যাকারী রফিককে সপরিবারে আমেরিকা পাঠিয়ে দেয়া হলো? কে ছিলেন এই রফিক? কি তার রাজনৈতিক পরিচয়?

সূত্র: সরকার সাহাবুদ্দিন আহমদ, রাহুর কবলে বাংলাদেশের সংস্কৃতি, ঢাকা, পৃষ্ঠা-১০৮)

জহির রায়হান হত্যাকাণ্ড নিয়ে অনেক তথ্য উপাত্ত আছে লেখার মতো। ইচ্ছে আছে এসব নিয়ে প্রতিবেদন তৈরি করার, কিন্তু নানান কারণে সাহসে কুলোয় না। কিন্তু অবশ্যই লিখবো এ নিয়ে, আর যা লিখবো আর প্রমাণ দিবো সেসব দেখলে আপনি নিজেও অবাক হবেন। এবং অবশ্যই জাতি একদিন জহির রায়হান হত্যাকাণ্ডের বিচার করবে।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।