০
২০৪২ বার পঠিত
>>> ডেডলাইন টুয়েন্টি টুয়েন্টিওয়ান >>> বাংলাদেশে পুজা-অর্চ্চনা, কীর্তন, ঢোল-বাদ্য, উলুধ্বনির শব্দ সরকারিভাবে নিষিদ্ধ।
– গণেশ, তোর বাপ দাদার ভিটে কোথায় রে?
>>> ক্ষমা করবেন হুজুর, আমার বাপ দাদার ভিটে ছিল মক্কাদেশে; ভুল করে বঙ্গদেশে চলে এসেছিলাম। এখন আবারও বাপ দাদার ভিটেবাড়িতে ফেরৎ যাচ্ছি।
– ফেরৎ যেতে হবে না, বঙ্গদেশই এখন মক্কাদেশের প্রদেশ। আকিকা করেছিস?
>>> গতকালই করেছি হুজুর, গণেশ থেকে গাউস নাম নিয়েছি হুজুর।
– বেশ করেছিস। বাসায় কোন পুতুল-ফুতুল নাই তো?
>>>নাউজুবিল্লা, কী বলছেন এসব হুজুর? ওইসব রাখলে বাপ দাদার ভিটেতে ঠাঁই পাবো কীভাবে?
– তোর বউ বাচ্চারা নিয়ম করে নমাজ রোজা করে তো?
>>> জ্বি হুজুর, সব ঠিকঠাকমতো করে। তাহাজ্জুদের নমাজও মিস যায় না।
– খেয়াল রাখিস বাসায় যেন শয়তানের বাক্স না থাকে।
>>>মাফ করবেন হুজুর, ঠিক বুঝলাম না; টেলিভিশনের কথা বললেন?
– হ, ওইটা শয়তানের বাক্স। এই বাক্স বাসায় থাকলে বরকত হয় না।
>>> কালকেই ওইটা রইস মেম্বারের বাড়িতে ফেরৎ দিয়ে আসবো। শুনছি সবাই তার বাসাতেই এসব ফেরৎ দিয়ে আসছে।
– তুই তোর মেয়ের হাতে শয়তানের বাক্সটা আমার বাড়িতে পাঠিয়ে দিস। আমার ছোট ছেলে শয়তানের বাক্স ঝারফুক দিয়ে রেখে দিবে।
>>> আমি নিজেই বাক্সটা রেখে যাবো।
– না না, তোর বয়স হয়ে গেছে, তুই এতো কষ্ট করে আসবি কেন? তোর মেয়েগুলো জোয়ান আছে, ওদের পাঠিয়ে দিলেই হবে। তোর মেয়েদের কোন সমস্যা হলে আমি দেখবো, আমি না পারলে আমার ছেলেরা তো আছেই।
>>> হুজুর, বঙ্গদেশকে যে আপনারা মক্কাদেশ বানালেন; এখন কী বেহেস্ত কনফার্ম পাওয়া যাবে?
– কী যে বলিস গণেশ, তাওবা তাওবা নাম ভুল হয়ে গেছে, গাউস। আল্লাহ চাইলে এইদেশের সবাইকেই বেহেস্তে জায়গা-জমি দিবেন। আল্লার তো জায়গার কোন ঘাটতি নাই।
>>> বেহেস্তের কথা শুনে গণেশের বুকের ভিতরটা ঘৃণায় রি রি করে উঠল। সে ভাবতে লাগল বেহেস্তে ওর মেয়েরা বায়ত্তর জন নেংটু মেয়েদের সাথে মিলেমিশে মুসলমান পুরুষদের যৌনসেবা করে বেড়াবে। সে নিজেকে প্রশ্ন করলো, এ কেমন বিচার? বেঁচে থাকতেও মেয়েগুলোর অপমান, আবার মরে গেলেও বেহেস্তের অপমান!
– কীরে গাউস, এমন গম্ভীর হয়ে গেলি কেন রে?
>>> এমনিতেই হুজুর। হঠাৎ দেখলাম একজন সাদা কাপড় পড়া ইয়া লম্বা দাড়ির একজন মানুষ আমার কানে কানে বলল. ‘আল্লা তোর বেহেস্ত কনফার্ম করেছে‘।
– সোভানাল্লা! গাউস, তোর উপরে আল্লার রহমত বর্ষিত হয়েছে। যা বাসায় গিয়ে ৩ রাকাত নফল নমাজ আদায় করে নে।
>>> গণেশ মাথা নিচু করে আসসালামু আলাইকুম বলে বেরিয়ে পড়ল।
~ আল্লা হাফেজ ~
ই-মেইলে যোগাযোগ করুন