০
১১৩৬ বার পঠিত
নকশালবাড়ির মাটির কলস
রাফাত আহমেদ
ঈশ্বর পরিকল্পনা নিচ্ছেন আমার জন্মের
আমি তখন মাটির কলস,
নকশাল বাড়ির কোনো কৃষক ঘরে ঠাঁই আমার ।
আমার দেহ গহ্বরে জল ।
মাঝে মাঝে জল ঢেলে খাচ্ছে,
চারু মুজমদার,কানু সান্যাল,সুশীতল রায়,জঙ্গল সাঁওতাল।
ঘরের পশ্চিম কোণে বাকহীন আমি,
সব গোপন মিটিং এর নিরব সাক্ষী।
কথা গুলো আমার সমভূমির মতো দেহে গিয়ে পাহাড় হচ্ছে,
লাল পতাকার হাতুড়ি, কাস্তে যেন নতুন জীবন দিচ্ছে আমায়।
আমি শুনেই যাচ্ছি,শুনেই যাচ্ছি।
সত্তর দশক, আশি দশক,নব্বই দশক,
অতঃপর ঈশ্বরের কৃপায় জন্মালাম মানুষ হয়ে,
দুই হাজার তিনে।
এখন আমার সত্তায় চারু মজুমদার,
এখন আমি বিল্পবী।
ই-মেইলে যোগাযোগ করুন