০
২০৭১ বার পঠিত
বাংলা ব্লগস্ফিয়ারে ‘নবযুগ ব্লগ‘ নতুন মাত্রা যোগ করল। লেখালেখির পাশাপাশি বাংলা সংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে পরীক্ষামূলকভাবে সংগীত প্রযোজনা করে শ্রোতাদের বিনামূল্যে গান শোনানোর পদক্ষেপ গ্রহণ করেছে। এটি পরীক্ষামূলক পদক্ষেপ। এ ধরনের প্রকল্প বেশ ব্যয়বহুল ও কষ্টসাধ্য ব্যাপার। নবযুগ ব্লগ আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে আগ্রহী। নবীণ লেখক, সমর্থক, শুভাকাঙ্খী কিংবা সংগীতপ্রেমী যে কোনো ব্যক্তি সংগীত চর্চার এই ধারায় অংশগ্রহণ করতে চাইলে নবযুগ ব্লগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
অর্চনা সিংহ রায়-এর গাওয়া নজরুল সংগীত ‘সকাল বেলার সুর‘ অ্যালবাম এর গানগুলো নিয়ে এই পোস্ট সাজানো হয়েছে। গানের পাশাপাশি লিরিক্সও জুড়ে দেয়া হয়েছে যাতে পাঠক-স্রোতারা স্বাচ্ছন্দ্যভাবে গানগুলো উপভোগ করতে পারেন। সংগীতের এই আয়োজন কেমন হলো সেটা জানালে ভবিষ্যতে এ ধরনের কর্মযজ্ঞে আরও ভালো কিছু করা সম্ভব হবে।
সকলকে আগাম ধন্যবাদ।
বুল্বুলি নীরব নার্গিস বনে:
রাগ: নৌরোচ্কা
তাল: ত্রিতাল
বুল্বুলি নীরব নার্গিস–বনে।
ঝরা বন–গোলাপের বিলাপ শোনে।।
শিরাজের নওরোজে ফাল্গুন মাসে
যেন তার প্রিয়ার সমাধির পাশে,
তরুণ ইরান–কবি কাঁদে নিরজনে।।
উদাসীন আকাশ থির হ’য়ে আছে,
জল–ভরা মেঘ ল’য়ে বুকের কাছে।
সাকির শরাবের পিয়ালার ‘পরে
সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে,
চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন–আননে।।
বাংলাদেশী মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারটিউন বা ওয়েলকাম টিউন করার নিয়ম:
Follow Caller Tune / Welcome Tune Setup Process:
Grameenphone: Type : WT space 7539489 Send to 4000
Robi: Type : GET space 7539489 Send to 8466
Airtel: Type : CT space 7539489 Send to 3123
Teletalk: TT space 7539489 Send to 5000
Banglalink: Type : down7539489 Send to 2222
=================
নয়ন ভরা জল:
রাগ: আরবি সুর
তাল: দাদ্রা
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না, অশ্রু নেব ভেবে হই আকুল।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।
বাংলাদেশী মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারটিউন বা ওয়েলকাম টিউন করার নিয়ম:
Follow Caller Tune/Welcome Tune Setup Process:
Grameenphone: Type : WT space 7539490 Send to 4000
Robi: Type : GET space 7539490 Send to 8466
Airtel: Type : CT space 7539490 Send to 3123
Teletalk: TT space 7539490 Send to 5000
Banglalink: Type : down7539490 Send to 2222
==============
শাওন রাতে যদি:
রাগ: চর্জ্যু কি মল্লার
তাল: কাহার্বা
শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।
ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে,
রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে
যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’ হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
বাংলাদেশী মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারটিউন বা ওয়েলকাম টিউন করার নিয়ম:
Follow Caller Tune / Welcome Tune Setup Process:
Grameenphone: Type : WT space 7539491 Send to 4000
Robi: Type : GET space 7539491 Send to 8466
Airtel: Type : CT space 7539491 Send to 3123
Teletalk: TT space 7539491 Send to 5000
Banglalink: Type : down7539491 Send to 2222
===================
তুমি আমার সকাল বেলার সুর:
রাগ: ভৈরবী
তাল: দাদ্রা
তুমি আমার সকালবেলার সুর
হৃদয় অলস–উদাস–করা অশ্রু ভারাতুর।।
ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়,
ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়
রাত্রি–শেষের চাঁদ তুমি গো বিদায়–বিধুর।।
তুমি আমার ভোরের ঝরা ফুল
শিশির–নাওয়া শুভ্র–শুচি পূজারিণীর তুল।
অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারো চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ–লোকের মেয়ে
তুমিইন্দ্র–সভার মৌন–বীণা নীরব নূপুর।।
বাংলাদেশী মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারটিউন বা ওয়েলকাম টিউন করার নিয়ম:
Follow Caller Tune / Welcome Tune Setup Process:
Grameenphone: Type : WT space 7539492 Send to 4000
Robi: Type : GET space 7539492 Send to 8466
Airtel: Type : CT space 7539492 Send to 3123
Teletalk: TT space 7539492 Send to 5000
Banglalink: Type : down7539492 Send to 2222
================
ফুলের জলসায় নীরব কেন কবি:
রাগ: হিজাজ
তাল: ত্রিতাল
ফুলের জলসায় নীরব কেন কবি?
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি
নীরব কেন কবি।।
যে বীণা তোমার কোলের কাছে
বুক–ভরা সুর ল’য়ে জাগিয়া আছে,
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে -বাতাসে তা’র সুরের সুরভি
নীরব কেন কবি।।
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে –
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস–প্রাতে।
ফিরে যে আসিবে না ভোলো তাহারে
চাহ তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে,
অস্ত–চাঁদের বাসনা ভুলাতে
অরুণ–অনুরাগে উদিল রবি
নীরব কেন কবি।।
বাংলাদেশী মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারটিউন বা ওয়েলকাম টিউন করার নিয়ম:
Follow Caller Tune / Welcome Tune Setup Process:
Grameenphone: Type : WT space 7539472 Send to 4000
Robi: Type: GET space 7539472 Send to 8466
Airtel: Type: CT space 7539472 Send to 3123
Teletalk: TT space 7539472 Send to 5000
Banglalink: Type : down7539472 Send to 2222
========================
অরুণ-কান্তি কেগো যোগী ভিখারী:
রাগ: আহীর ভৈরব
তাল: ত্রিতাল
অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি।
নীরবে হেসে গাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি॥
রাস-বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ
হে গিরিজাপতি! কোথা গিরিধারী॥
সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব,
আমি ব্রজবালা।
হে শিব সুন্দর, বাঘছাল পরিহর, ধর নটবর-বেশ
পর নীপ-মালা।
নব মেঘ-চন্দনে ঢাকি’ অঙ্গজ্যোতি
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন-পতি
পার্বতী নহি আমি, আমি শ্রীমতী
বিষাণ ফেলিয়া হও বাঁশরি-ধারী॥
বাংলাদেশী মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারটিউন বা ওয়েলকাম টিউন করার নিয়ম:
Follow Caller Tune / Welcome Tune Setup Process:
Grameenphone: Type : WT space 7539470 Send to 4000
Robi: Type: GET space 7539470 Send to 8466
Airtel: Type: CT space 7539470 Send to 3123
Teletalk: TT space 7539470 Send to 5000
Banglalink: Type : down7539470 Send to 2222
================
খেলিছ এ বিশ্ব লয়ে:
রাগ: ভৈরবী
তাল: কাহার্বা
খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশী খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।
======================
মনে পড়ে আজ সে কোন্ জনমে:
রাগ:
তাল: দাদ্রা
মনে পড়ে আজ সে কোন্ জনমে
বিদায় সন্ধ্যাবেলা-
আমি দাঁড়ায়ে রহিনু এপারে
তুমি ওপারে ভাসালে ভেলা।।
সেই সে বিদায় ক্ষণে
শপথ করিলে বন্ধু আমার
রাখিবে আমারে মনে,
ফিরিয়া আসিবে খেলিবে আবার
সেই পুরাতন খেলা।।
আজো আসিলে না হায়,
মোর অশ্রুর লিপি বনের বিহগী
দিকে দিকে লয়ে যায়,
তোমায়ে খুঁজে না পায়।
মোর গানের পাপিয়া ঝুরে
গহন কাননে তব নাম লয়ে
আজো পিয়া পিয়া সুরে;
গান থেমে যায়, হায় ফিরে আসে পাখী
বুকে বিঁধে অবহেলা।।
বাংলাদেশী মোবাইল ব্যবহারকারীদের জন্য কলারটিউন বা ওয়েলকাম টিউন করার নিয়ম:
Follow Caller Tune/Welcome Tune Setup Process:
Grameenphone: Type : WT space 7539471 Send to 4000
Robi: Type: GET space 7539471 Send to 8466
Airtel: Type: CT space 7539471 Send to 3123
Teletalk: TT space 7539471 Send to 5000
Banglalink: Type : down7539471 Send to 2222
===========
বি:দ্র:
অ্যালবামের সবগুলো গান ধারাবাহিকভাবে শোনার জন্য ইউটিউবের নিচের লিংক চালু করলে অটোমেটিক শুনতে পারবেন:
ই-মেইলে যোগাযোগ করুন