১৭৩৯ বার পঠিত
করি মানা কাম ছাড়েনা মদনে
প্রেম রসিকা হব কেমনে।।
এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে লয়ে যায় হুজুরি।
মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি
করে সে মুনশিগিরি গোপনে।।
চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না।
সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে
নইলে চোর লয়ে যাবে কোনখানে।।
অধীন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়।
তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে।।
কথা ও সুর: লালন শাহ
=================
নিচে এই গানের কিছু লিংক দিলাম, সরাসরি শোনা যাবে।
রীতা চক্রবর্ত্তী:
রীতা চক্রবর্ত্তী লাইভ:
সুমন দাস বাউল (ভবঘুরে):
অশোক বাউল:
জগন্নাথ দাস বাউল:
লোপামুদ্রা মিত্র:
https://www.youtube.com/watch?v=Z3m6C9Na3w0
হাসনা:
https://www.youtube.com/watch?v=rJDF_sy3fDk
কার্ত্তিক দাস বাউল:
সুধীর দাস:
https://www.youtube.com/watch?v=jJC1ZiDNxDo
অর্পন চক্রবর্ত্তী:
নাজমুল হক ১:
https://www.youtube.com/watch?v=n2Hb_sofTac
নাজমুল হক ২:
https://www.youtube.com/watch?v=L6Q8YKVZvKk
নাজমুল হক ৩:
https://www.youtube.com/watch?v=2P0mQa0HE9I
ডিজে রাহাত, বাউল শফি মণ্ডল:
লক্ষণ দাস বাউল:
https://www.youtube.com/watch?v=ygm-YzRU21A
শাহানাজ বেলী
https://www.youtube.com/watch?v=mzoJEqi8syA
গুরুগোপাল দাস বাউল:
মৌসুমী রানী বালা:
ভিনসেন্ট:
https://www.youtube.com/watch?v=V3aRU7TxADg
বিউটি:
https://www.youtube.com/watch?v=NFxEbMln_oY
মাকসুদ ও ঢাকা:
https://www.youtube.com/watch?v=339IwHbkB_8
কৌশিক অ্যান্ড ফ্রেন্ডস লাইভ:
ফিল্ম আইটেম সং:
https://www.youtube.com/watch?v=Ty7yh9ER_8Q
পৃথিবী ব্যান্ড লাইভ শো:
https://www.youtube.com/watch?v=59BXpWV55q4
MP3 গান ডাউনলোড করুন (শিল্পীর নামের ওপরে ক্লিক করলে ডাউনলোড হবে):
১) মমতাজ
২) মামুন নদিয়া
৩) শাহনাজ বেলী
ই-মেইলে যোগাযোগ করুন