বাংলায় ইসলামের বিবর্তন ও আরবীয় প্রভাব

6 মতামত পাওয়া গেছে

পিপড়ার পাখা উঠলে আকাশে ওড়ে, মানুষের মরণ এসে গেলে আল্লা রাসুলের নিন্দা করা শুরু করে। ইসলামী দেশ হলে আপনাকে রাস্তায় ফেলে চাবুক মারা হত। ফেক আইডির পিছনে চিরকাল লুকায়ে থাকতে পারবেন না। একদিন পরিচয় ঠিকই প্রকাশ পাবে।

    সম্পূর্ণ একমত। এই জাতীয় নাস্তিকদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সরকার থেকে তদন্ত করে এদের পরিচয় প্রকাশ করা হোক। উপযুক্ত বিচার করে এদের প্রকাশ্য শাস্তি দেওয়া প্রয়োজন।

লেখাটি আগেই পড়েছি, তবে অলসতা করে মন্তব্য লেখা হয়ে উঠে নি। চমৎকার লিখেছেন। তবে আরেকটু বিস্তারিত লিখলে মনে হয় নতুন পাঠকদের সুবিধে হতো। যাই হোক ইতিহাস সম্পর্কে আপনার জানার আগ্রহ ও তা পাঠকদের জানানোর প্রচেষ্টা দেখে ভাল লাগল। আশাকরি ভবিষ্যতে এরকম আরও সুপঠিত লেখা উপহার দিবেন।

অলস হওয়া আমাদের জন্মগত অধিকার। কারণ মরার পর নরকে বহুত খাটনি আছে।

পৃথিবীর বর্তমান অসুখের মূল কেন্দ্রের অস্তিত্ব স্বীকার করেন না বিশ্বামানবী আঁতেল গণ, সেটা হলো  সৌদির রাজ পরিবার | আমেরিকা ও পশ্চিমী দেশগুলিও তাই করে ব্যবসায়িক সার্থে | সত্য বলার জন্য ধন্যবাদ | কমুনিষ্টরা যেরকম ক্ষমতা দখলের জন্য একটা অবাস্তব আদর্শকে বাজারজাত করার চেষ্ঠা করে যায়, তেমনি আরবীয় সাম্রাজ্যবাদ সহি সুন্নিত্বের মাধ্যমে তাই করে যাচ্ছে |


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।