০
৬৭০ বার পঠিত
নবযুগ ব্লগের সাথে সম্পৃক্ত পাঠক ও হিতাকাঙ্ক্ষীদের অবহিত করা যাচ্ছে যে, ব্লগটির উদ্যোক্তাদের মধ্যে- জনাব আবুল কাশেম, আলমগীর হুসেন, অভাজন ও অন্যান্যরা দীর্ঘদিন থেকে নবযুগ ব্লগের দেখভাল ও পরিচালনায় সময় দিতে পারছেন না। কারণ লেখালিখির প্রতি অনাগ্রহ, ব্যক্তিগত ও কর্মজীবনের ব্যস্ততা ও ঝামেলা, কিংবা বার্ধক্যের চাপ।
অন্যকথায়, ব্লগের লেখালিখিতে কিংবা পরিচালনায় তাঁদের অবদান দীর্ঘদিন যাবৎ প্রায় শুন্য। ফলে, তাঁরা ব্লগটির দায়দায়িত্ব থেকে অব্যাহতি নিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন; এবং আজ থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন। আপনারা ইতোমধ্যে জেনেছেন, গত ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে বার্লিনের একটি এপার্টমেন্ট থেকে নবযুগ ব্লগের অন্যতম পরিচালক, অর্পিতা রায়চৌধুরীর মৃতদেহ পুলিস উদ্ধার করেছেন। এমতাবস্থায় নবযুগ ব্লগ অব্যাহত রাখার স্বার্থে পরবর্তীতে পরিচালকমণ্ডলী গঠন করা হবে।
ই-মেইলে যোগাযোগ করুন