০
৫৪৭ বার পঠিত
নিজ গ্রাম থেকে নির্বাসিত এক হুজুর গেছে আফ্রিকার এক প্রত্যন্ত গ্রামে।
গ্রামের সরল মানুষজনের সাথে ধর্মের কোন পরিচয় ছিল না। হুজুর সেখানে ইসলাম প্রচার করলেন, নামাজ শিখালেন।
গায়ের লোকজন হুজুরের কথা খুব মানে।
রমজান মাসের আগে একদিন হুজুর সকলকে ডেকে বললেন,
“রমজান আইতাছে, সবাই রেডি থাইকো কইলাম… ”
সবাই বলল,
” হ হুজুর, আপনে খালি কইবেন….”
রমজানের চাঁদ দেখে হুজুর বলল,
“কাইল্কা রমজান আইতাছে, কি মিয়ারা, রেডি তো?? ”
মুসুল্লিঃ ” হ হুজুর, রেডি।
.
হুজুর গেলো ঘুমাতে, সবাই গেলো রমজানের খোজে। ভোর রাতে একটা হাতি ও হাতির বাচ্চা দেখা গেলো। সবাই সেটাকে পিটিয়ে মারলো, সাথের বাচ্চাটাকেও।
সকালে উঠে গোত্র প্রধান হুজুরকে বলল, ” হুজুর, রমজানরে তো মাইরালাইছি। ”
ঃ নাউজুবিল্লা….
ঃ লগে একটা নাউজুবিল্লাও ছিল, ওইটাও শেষ করছি।
ই-মেইলে যোগাযোগ করুন