১৫৪৪ বার পঠিত
মন্তব্য সম্পাদনঃ সব রেজিস্ট্রিকৃত মন্তব্যকারী নিজ নিজ মন্তব্য সম্পাদন করতে পারেন, কমেন্টের পাশের “সম্পাদন” বাটন চেপে।
ছবি/ভিডিওঃলেখায় বা মন্তব্যে ছবি/ভিডিও যুক্ত করতে চাইলে “স্মাইলি” আইকনের ডান পাশের “Add Media” বাটনটি চাপুন। তারপরঃ
(ক) আপনার ছবি বা ভিডিও আমাদের সার্ভারে লোড করতে চাইলে “আপলোড”-এর অধীনে “Choose File” চেপে ফাইলটি চয়ন কোরে “Submit” বাটন চাপুন।
(খ) যদি অন্য সাইটে প্রকাশিত ছবি/ভিডিও যুক্ত করতে চান, তাহলে মেনু থেকে “Web” বাটনটি চাপুন (কেবল Youtube ভিডিও গ্রহণযোগ্য)।
(গ) যদি আমাদের সার্ভার থেকে পূর্বে আপনি বা অন্য কেউ আপলোডকৃত কোন ছবি/ভিডিও দিতে চান, তাহলে শেষের “Library” বাটনটি চাপুন।
ছবি/ভিডিও পোস্ট করার পর সেটাকে ডানে বা বামে অবস্থান দিতে চাইলে ছবি/ভিডিওটি সিলেক্ট করে, কোটেশন (”) আইকনের ঠিক আগের “Image” বাটনটি চাপুন। তারপর সবচেয়ে নিচের “Alignment” অপশন থেকে “Left” বা “Right” চয়ন করুন। ছবি/ভিডিও-র “Width” 400 পিক্সল-এর বেশী না হওয়া প্রত্যাশিত। এবং “Border” ৪ বা ৫ চয়ন করুন।
ই-মেইলে যোগাযোগ করুন
আগস্ট ১৮, ২০১২; ১০:৫৩ পূর্বাহ্ন
লেখার সময় মনে রাখবো
আগস্ট ২০, ২০১২; ৪:১২ অপরাহ্ন
কিছু প্রস্তাব রাখতে চাই। প্রথমেই ফন্ট সাইজের কথা বলি। লেখা নরম্যাল ১০০% ভিউ সাইজে খুবই ছোট দেখায়, এতে পাঠকের দৃষ্টি ও মনযোগ আকর্ষণে কিছুটা হলেও প্রভাব ফেলে।
মন্তব্য কলামে-
কে কার মন্তব্যের প্রতি-উত্তর দিচ্ছেন বুঝার জন্যে ‘উত্তর দিন’ এর সাথে লিঙ্ক যুক্ত করলে ভাল হয়।
অন্যান্য ব্লগে দেখলাম, যদিও কনটেন্ট অভ্র ফন্ট দিয়ে লেখা বা সাজানো হয়, প্রকাশ হওয়ার পর বা প্রিভিউ তে বিজয় বা ইউনি কোডের সোলেমান লিপি বা সুতনি এম যে ফন্ট এ প্রকাশ হয়। যার কারণে কোন অক্ষর ভাঙ্গেনা এবং ঝরঝরে পরিচ্ছন্ন দেখায়। এখানে প্রায় সব লেখায়ই উৎসর্গ, সৎ, মহৎ লিখলে ( ৎ) অক্ষরটি দেখা যায়না।
মন্তব্য করার জন্যে নিচে ‘সংরক্ষণ’ না দিয়ে ‘মন্তব্য করুন’ বা ‘প্রকাশ করুন’ লিখলে কেমন হয়?
আশা করি এডমিন উপরোল্লিখিত বিষয় গুলো বিবেচনা করবেন। আমি জানি ব্লগ আরো উন্নত হবে। প্রচুর আপডেইট-সংস্কার করতে করতে একেকটা ব্লগ তাদের বর্তমান অবস্থায় আসতে দশ/বারো বছর লেগেছে।
আগস্ট ২০, ২০১২; ৪:১৫ অপরাহ্ন
x”> এ গুলো কোত্থেকে বুঝিনা। *dash1*
আগস্ট ২০, ২০১২; ৬:১৪ অপরাহ্ন
আপনার প্রস্তাবগুলোর দিকে দৃষ্টি দেওয়া হবে শিঘ্রই।
আপনার মন্তব্যে প্যারা শুরু করার আগে x’> কেন আসছে আমরাও ভাবছি। আর কারও সে সমস্যা নেই। আমাদের সিস্টেমের কারণে হলে তা দেখা হবে।
আগস্ট ২০, ২০১২; ৮:০০ অপরাহ্ন
করা যেতে পারে। দেখা হবে এ বিষয়টা।
এখানে ডিফল্ট ফন্ট হিসেবে সোলায়মানলিপি ও আদর্শলিপি দেওয়া আছে। আপনার পিসিতে আদর্শলিপি না থাকলে সেটাও ডাউনলোড করে নিন। এর পরেও যদি অক্ষরবিন্যাসে জটিলতা দেখঅ দেয় অবশ্যই জানান।
সংরক্ষণ এর বদলে “প্রকাশ করুন” করা হলো।
*crazy* এই সময় লাগার প্রয়োজন তো দেখছি না! হয়তো সাইট এর জনপ্রিয়তা, গ্রহনযোগ্যতা পেতে কিছূ সময় লাগবে, কিন্তু টেকনিক্যালি ফিট হতে এত সময় কখনই লাগবে না। তবে এটা ঠিক সবসময় আপডেটের ভিতর দিযে যেতে হয়, তাই ব্যবহারকারীরাই বলে দেবেন কি করা লাগবে আর কি করা লাগবে না। যেমন আপনি বলছেন।
আপনি যে প্লাটফর্মে সাধারনত ব্লগিং করেন তাদের সাইট হলো ওয়ার্ডপ্রেস ভিত্তিক। ওয়ার্ডপ্রেস অত্যন্ত সহজে কনফিগারেবল এবং বাংলার জন্য কাস্টমাইজ করা। যদিও নিরাপত্তার দিক থেকে আমাদের প্লাটফর্মই সেরা। প্লাটফর্মের ভিন্নতা হেতু কিছু কিছু জিনিস হয়তো আলাদা মনে হবে। যতদুর সম্ভব আমরা সেটা দুর করার চেষ্টা করব। এভাবেই পরামর্শ আশা করছি। “rose”
ডিসেম্বর ৪, ২০১২; ১২:২০ পূর্বাহ্ন
bangla kivabe likhte hobe ? bolben ki ?
ডিসেম্বর ৪, ২০১২; ৩:৩৬ পূর্বাহ্ন
বাংলা লিখতে নীচের লিঙ্ক থেকে অভ্র কি বোর্ড ডাউনলোড করে নিন।
http://www.omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe
তারপর F12 কিই চেপে ইংরেজীতে যেভাবে বাংলা লেখেন, তা করলেই লেখা বাংলায় এসে যাবে। যেমন F12 চেপে “bangla kivabe likhte hobe” টাইপ করলেই “বাংলা কিভাবে লিখতে হবে” লেখা হয়ে যাবে। অভ্র টাইপিং সম্পর্কে আরও জানতে এই পেইজটি দেখুনঃ http://www.omicronlab.com/avro-keyboard.html