৪
২০২৫ বার পঠিত
মন ভালো নেই। কেন নেই, তা বোঝাও খুব কঠিন নয়। একটা বিশেষ বয়সে চশমার রং যখন থাকে রঙিন, তখন হৃদযন্ত্রের গতি অনেক কারনেই অনিয়মিত হতে পারে। যুদ্ধ করছি নিজের সাথে। এই রনক্ষেত্রে আমি একা, আমার স্বভাবটাও এমন নয় যে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে যাব। আমি ওয়ান ম্যান আর্মি। হারজিত সব নিজের।
কুছ তো তনহাই কি রাতোঁমে সাহারা হোতাতুম না হোতা সহি জিকর তুমহারা হোতা।ও আগর আ না সকে মউতহি আয়ে হোতিহিজরোমে কোই তো গমখার হামারা হোতা।
আঁসু আখোঁসে রোয়া ঔর জিগর জ্বলতা হ্যায়কেয়া কয়ামৎ হ্যায় কি বরসাৎমে ঘর জ্বলতা হ্যায়।
সাহিলকা তলবগার এ পহেলেই সমঝলেদরিয়াই মোহব্বৎকে কিনারা নেহি হোতা।
নিগাহে জিনকি নেহি হ্যায় উভরতে সূরযপরউও ডুবতে হুয়ে তারোঁ কি বাত করতে হ্যায়।
ই-মেইলে যোগাযোগ করুন
আগস্ট ১৭, ২০১২; ৮:৪১ পূর্বাহ্ন
কি কেবল হিন্দি আর উর্দু ভাষাতেই ফুটিয়ে তোলা সম্ভব? হিন্দি-উর্দু সাহিত্যে শায়েরী একটা অত্যন্ত চিত্তাকর্ষক ও বিনোদন-প্রদানকারী অংশ।
বাংলায় কি এমন শায়েরী সৃষ্টি করা সম্ভব? রুশদী সাহেবের ভাবনায় ও লেখায় কবিত্বের যে ছাপ দেখা যায়, বাংলায় শায়েরী রচনার হাতে-খড়ি আপনার হাতেই হতে পারে।
আগস্ট ১৭, ২০১২; ৮:৪৮ পূর্বাহ্ন
যিনি কারিশ্মা কাপুর সাইফ আলীকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ না করলে পারিবারিক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার হুমকি দিয়েছে।
শেইম, লজ্জা!
আগস্ট ১৭, ২০১২; ৯:৩০ পূর্বাহ্ন
কারিশ্মা না, করিনা। এখবর তো জানতাম না!! বিস্তারিত দিতে পারবেন?
আগস্ট ১৭, ২০১২; ১২:৫১ অপরাহ্ন
আপনার লেখাটা পড়ে ‘ববি’ ছবির একটা গানের কলি মনে পড়ে গেল—
ম্যাঁয় শায়ের তো নেহি, মাগার উ হাসিন যবসে দেখা …
এখন আপনি কিছু শায়ের লিখে দিন…