শেখ হাসিনা কেন শান্তি পুরস্কার পান নি

1 মতামত পাওয়া গেছে

নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের লম্বা তালিকাটি ভালো করে পর্যবেক্ষণ করলেই এই পুরস্কারের অসাড়তা অনুধাবন করা কঠিন নয় আদৌ। তালিকাটির সাথে বিশ্বরাজনীতির বিগত সাত দশকের অভিজ্ঞতাকে সংযুক্ত করতে পারলেই বোঝা যায়, এই পুরস্কার দেওয়ার মূল মালিকানা কাদের হাতে। সেটি যে নোবেল কমিটির হাতে নয়, সেটি বুঝতে খুব বেশি গবেষণার দরকার আছে কি? বিশ্বে যতগুলি বিখ্যাত পুরস্কার চালু আছে, নোবেল শান্তি পারস্কার তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটি পুরস্কার। যে পুরস্কার বিশ্ব রাজনীতির পরিসরে বিশ্বপুঁজির স্বার্থেই ব্যবহার করা হয়, সেই পুরস্কারের সাথে শান্তির সম্পর্ক নাস্তিকের সাথে ঈশ্বরভক্তির সম্পর্কের মতোই না কি? বিশ্ব অশান্তির মূল হোতাদের হাতে কালিমালিপ্ত একটি পুরস্কারের জন্যে বাঙালির লম্ফঝম্ফ দেখেই বোঝা যায় আজও আমাদের পরাধীন মানসিকতা আমাদের অস্থিমজ্জায় কতটা সর্বাত্মক!


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।