ভালোবাসা-

4 মতামত পাওয়া গেছে

ভালবাসা, রোমাঞ্চ ইত্যাদি বিষয়ক লেখা এক সময় মনকে খুবই উদ্বেলিত করব।

একবার ছেকা খেয়ে লেখাও শুরু করেছিলাম। পদ্য লেখার মুরোদ ছিলনা, তাই গদ্যে। গদ্যে ভালবাসার অনুভুতি মনে হয় ততটা ভাল প্রস্ফুটিত হয় না। তথাপি লেখাগুলো মনে হয় ভালই হয়েছিল। দু-তিন জন কাছের বন্ধু এখনো লেখাগুলো ধরে রেখেছে জানালো সম্প্রতি।

যাহোক, ভালবাসামূলক লেখা, কবিতা যেন আগের মত আর হৃদয়োঙ্গম করতে পারি না সম্প্রতি। বিশেষত ইসলামের গবেষণায় নামার পর থেকে। সব সুক্ষ্ণ, রোমাঞ্চকর অনুভূতিগুলো যেন ভোতা হয়ে গেছে।

ভালবাসার সমাধি, যদিও অন্য অর্থে।

    @ আলমগীর হুসেন

     

    ভালোবাসা  সব অর্থে এক নয়। ভালোবাসা বিহীন  জগত ও নেই। নিজকে দেখুন নিশ্চয় ভালোবাসেন। কী বাসেন না?

    তবু মন্তব্যের জন্য ধন্যবাদ। আর আপনার সেই অপ্রকাশিত লেখাগুলো পড়বার প্রত্যাশা রইল।

    আর হা,

    সব ভালোবাসাই মিলনে রুপ নিলে তা আর অমর ভালোবাসা হলো কই? বিচ্ছেদ এই স্বার্থকতা-

আমার মনে হয় এক বিষয় নিয়ে অনবরত না চর্চা করে ফাকে ফাকে অন্য ধরণের লেখা ও পড়লে পাঠকদের আলাদা স্বাদ লাগবে। এটা একান্ত আমার ভাবনা- বাকীরা কী ভাবেন সেতা তারা বলবেন-

সব ধরনের লেখার জন্যই। আমরা চাচ্ছি ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সাহিত্য, বিনোদন সব বিষয়েই লেখা আসুক।

কিন্তু সব নির্ভর করছে লেখকদের উপর। একেক লেখকের এক-একটা গণ্ডি থাকে লেখার। তার বাইরে লেখার জন্য বলা অর্থহীন, বিশেষত সবাই যখন স্বেচ্ছাসেবী ভিত্তিতে লিখছে। দরকার হচ্ছে অন্য ধাচের লেখকদেরকে এখানে এনে ভিড়ানো।

সব লেখক ও পাঠককে তাদের জানা সম্ভাব্য লেখকদেরকে এখানে লিখার জন্য আমন্ত্রণ জানানোর আহবান জানাচ্ছে নবযুগ কর্তৃপক্ষ।


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।