শুধু হিটলার নয়, তার অধীনস্থ সৈন্যবাহিনীকেও নেশাদ্রব্য দেয়া হতো। ১৯৪০ সালের বসন্ত এবং গ্রীষ্মকালে ফ্রান্স, হল্যান্ড এবং বেলজিয়াম আক্রমনের সময় হিটলারের সেনাবাহিনীকে মোট ৩৫ মিলিয়ন মেথামফেটামিন ট্যাবলেট সরবরাহ করা হয়। এ ট্যাবলেটের প্রভাবে শরীরে ঘুমের অভাব বোধ হয় না। ফলে সৈন্যরা টানা কয়েকদিন না ঘুমিয়ে এরডিন পর্বত অতিক্রম করে অক্ষশক্তিকে চমকে দেয়।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত